বিদেশে এখন
0

জর্ডানে জাতীয় প্রবাসী দিবস পালিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে জর্ডানে গোলটেবিল বৈঠক ও মতবিনিময় সভা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির রাজধানী আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

গোলটেবিল বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। সকল প্রবাসী বাঙালির পরিশ্রম ও ত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। এই প্রবাসী দিবসে জর্ডানে কর্মরত সকল বাংলাদেশি প্রবাসী কর্মীদেরকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের এই রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে।’

তিনি আরও বলেন, আপনারা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়ন যাত্রার গর্বিত অংশীদার হবেন এই প্রত্যাশা করি।

সভায় জর্ডানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত উইলফ্রেডো সি সান্তোস বলেন, 'বাংলাদেশ ও ফিলিপাইন জর্ডানে কর্মক্ষম জনশক্তি সরবরাহে অন্যতম। আমরা সকল প্রবাসী শ্রমিকদের শ্রম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া জর্ডান সরকারের পক্ষ থেকে প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ আশা করছি।'

জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের ডিরেক্টর (নন-জর্ডানিয়ান ডোমেস্টিক ডিরেক্টর) ফায়েজ আল জাব্বর জানান, 'আমরা প্রবাসী শ্রমিকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। জর্ডানের সম্ভাবনাময় পোশাক খাতে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। আমরা সবসময় তাদের পাশে আছি ও তাদের অধিকার নিশ্চিতের বিষয়ে বদ্ধপরিকর।'

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত নাহিদা সোবহান তাদের সাথে কুশল বিনিময় করেন।


এই সম্পর্কিত অন্যান্য খবর
‘কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে’

কাতার থেকে কমেছে প্রবাসী আয়

লেবাননে ইসরাইলি হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনে ইতালিতে শ্রমবাজার হারানোর আশঙ্কায় প্রবাসীরা

উদ্বেগে লেবাননে আটকা ১ হাজার ৮০০ প্রবাসী বাংলাদেশি

চার দশক ধরে আমিরাতের ফুজাইরাহতে ব্যবসা করছেন প্রবাসী বাংলাদেশিরা

রিজার্ভের পাশাপাশি রেমিট্যান্সে সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি

প্রথমবার টাইমস স্কয়ারে পূজার আয়োজন, প্রশংসায় প্রবাসী বাংলাদেশিরা

পাসপোর্ট ডেলিভারি নিয়ে বিপাকে সৌদি প্রবাসীরা
পাসপোর্ট ডেলিভারি নিয়ে বিপাকে সৌদি প্রবাসীরা

গাজায় গণহত্যার এক বছর: দেশে দেশে ইসরাইলবিরোধী বিক্ষোভ

নাগরিকত্ব আইন সহজ করতে ইতালিতে গণভোট, পরিবর্তনের আশা প্রবাসীদের

ইতালিতে শ্রমিক নেয়ার ঘোষণায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ