‍শুক্রবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

শহরের বঙ্গবন্ধু উদ্যানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের প্রস্তুতি নিয়েছেন তারা।

কাল প্রধানমন্ত্রী যাবেন তাই নৌকার প্রচারণা জোর পেয়েছে পুরো বরিশাল জুড়ে।

নির্বাচনের প্রচারের এই বরিশালে আসাটা আওয়ামী লীগ সভাপতির জন্য নতুন নয়। তবে ভার্চুয়াল জনসভার এই যুগে, সরাসরি জনসভার খাতায় যে বরিশাল আছে এর জন্য বাড়তি উচ্ছ্বাস আছে স্থানীয় আওয়ামী লীগের ঘরে।

জাহিদ ফারুক শামীম বলেন, 'প্রধানমন্ত্রী নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং বরিশালবাসীকে আহ্বান জানাবেন নৌকায় ভোট দেওয়ার জন্য।'

শহরের বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ প্রধান। একে জমাজমাট করতে কোন কমতি রাখেনি স্থানীয় আওয়ামী লীগ। দফায় দফায় সাংগঠনিক সভা-সংযোগের পর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারা পরিদর্শন করেছেন সভাপ্রাঙ্গণ। তারা বলছেন এই সভায় বরিশালের ৬টি আসনের বাইরেও অন্য জেলার নেতাকর্মীরা যোগ দেবেন।

মেয়র আবুল খায়ের আবদুল্লাহ বলেন, 'এই অঞ্চলের মানুষ প্রাধানমন্ত্রীকে বরণ করার জন্য অপেক্ষায় আছে। দীর্ঘদিন উনি বরিশালে আসেননি। আমাদের মাঠ প্রস্তুত রয়েছে।'

সাধারণের মনেও আছে কৌতুহল, উদ্দীপনা। তাদের প্রত্যাশা এবারে আওয়ামীলীগ প্রধান এই নগরীকে সংযোগ করে ৬ লেন সড়ক, গ্যাস ও রেলের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিয়ে যাবেন।

নগরবাসী বলেন, 'প্রধানমন্ত্রী আসছেন সেজন্য আমরা খুব আনন্দিত। এই অঞ্চলে আমরা আশার চেয়েও অনেক বেশি পেয়েছি। উনার কাছে চাইতে হবেনা, এমনিতেই দিয়ে যাবেন।'

বরিশালে এই সফর শেষ করে নিজ আসন ও বাবার স্মৃতিবিজড়িত ভূমি টুঙ্গিপাড়ায় যাবেন সরকারপ্রধান। পরদিন তার নিজ সংসদীয় আসনের বাইরেও মাদারীপুরে একটি জনসভায় যোগ দেবার কথা রয়েছে।

সিলেট থেকে রংপুর হয়ে বলা যায় আওয়ামী লীগ প্রধানের প্রচারণার ট্রেন এবার বরিশালে। শুক্রবার বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী সভাতেও বড়সড় শো ডাউনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় নেতাকর্মীরা। তারা অপেক্ষা করছেন দলের সভাপতি তাদের কী বলে যান।