অনেক প্রাপ্তি আর অপ্রাপ্তির মিশ্রণে চলছে চলতি বছরের বিদায়ের কাউন্ট ডাউন। সেই সঙ্গে নতুন বছরের জন্য প্রস্তুত হচ্ছে ক্রীড়া বিশ্ব। ক্রিকেট, ফুটবলের মতো বছরের শুরুতে ক্যামেরার লেন্স আর দর্শকদের দৃষ্টি থাকবে টেনিস কোর্টে।
টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। দুই সপ্তাহের রোমাঞ্চকর লড়াই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া আসরকে ঘিরে নতুন করে নতুন সাজে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়ার রড লেভার অ্যারেনা।
রং তুলির আঁচড় আর গার্ডেন স্কোয়ারে নতুন করে ছাউনি বসানোর মাধ্যমে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অস্ট্রেলিয়ান ওপেনের জন্য হার্ড শিটের কোর্টের মধ্যে সবচেয়ে বেশি ১৫ হাজারের মতো আসন আছে রড লেভারে।
নতুন বছরে তারকাদের ফেরার গল্প। যে উন্মাদনার জন্য দর্শকদের আহাজারি। সেটারই অবসান হওয়ার দিন গণনা। একদিকে টেনিস কোর্টের রাজা রাফায়েল নাদাল, নাওমি ওসাকা অন্যদিকে অবিস্মরণীয় কীর্তি গড়া এমা রাদুকানু। দু'বছর আগে ইতিহাস গড়ে সবার নজরে আসেন ২১ বছর বয়সী এমা।
এরপর চোটের কারণে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি উঠতি এই টেনিস তারকা। চলতি মৌসুমের প্রায় পুরোটা সময় কোর্টের বাহিরে কাটিয়েছেন গ্রেট ব্রিটেনের এই খেলোয়াড়। তবে বিশ্ব টেনিস র্যাংকিংয়ে ১০৩ নম্বরে অবস্থান করায় সরাসরি খেলতে পারবেন না রাদুকানু।
এদিকে এমা রাদুকানুর মতো টেনিস কোর্টে রাফায়েলের ফেরার গল্পটা প্রায় অভিন্ন। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে চোটের কারণে ছিটকে যাওয়া রাফার ফেরা হচ্ছে একই আসর দিয়ে।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার। আবার সেই একই আসর দিয়ে কোর্টে ফিরবেন। আবারও তাকে দেখা যাবে ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামের পঞ্চম শিরোপার লড়াইয়ে। বলছি নাওমি ওসাকার কথা। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বছরের বাকি গ্র্যান্ড স্লামগুলোও খেলেননি ওসাকা।
চোট আর ব্যক্তিগত কারণে কোর্টের বাইরে থাকা তারকাদের ভিড়ে আছে না ফেরার গল্পও। ডেভিস কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অপরাগতা প্রকাশ করায় বড় শাস্তি পেয়েছেন সুমিত নাগাল। অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রির সুযোগ থাকলেও তাকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় টেনিস সংস্থা। এর আগে একবার অস্ট্রেলিয়ান ওপেনের মূল পর্বে খেলেছিলেন সুমিত।