ঢাকা ১৩ আসনে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক প্রচারণা চালান আসাদ এভিনিউ, বিহারী ক্যাম্প, শ্যামলী পিসিকালচার হাউজিংসহ এলাকার বিভিন্ন অলিগলিতে। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ঢল নামে নেতা-কর্মীদের।
গণসংযোগ শেষে জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরবাসীর জন্য অতীতে অনেক উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে এ এলাকার ভোটাররা নতুন করে আবারও ভোট দিয়ে ঋণ পরিশোধ করতে চায়। নির্বাচিত হলে এলাকাকে নতুন করে সাজাতে চাই। স্মার্ট ও ডিজিটাল এলাকা হিসেবে গড়ে তুলবো ঢাকা ১৩ আসনকে।
তিনি আরও বলেন, 'যারা নির্বাচন বানচাল করতে নাশকতা করছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে তাদের সমুচিত জবাব দেয়া হবে।'





