দেশে এখন
এখন ভোট
0

ভোট দিলেন নৌকার প্রার্থী সাকিব আল হাসান

অভিজিৎ শান্ত
মাগুরা

মাগুরা-১ আসনের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার এবং আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান।

ভোট দিতে সকালেই কেন্দ্রে হাজির হন সাকিব। ভোট দিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, 'স্বাভাবিকভাবেই আমি চাই, শান্তিপূর্ণভাবে সবাই ভোট প্রদান করতে পারুক। মানুষ শান্তিতে ভোট প্রদান করুক। এবং তারা অভয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় যেতে পারবে। এটাতো অবশ্যই আশা করি।'

ভোট দেওয়ার পর ভালো লাগার অনুভূতি জানান সাংবাদিকদের। সাকিব বলেন, 'যত বেশি টার্ন আউট হয় তত বেশি ভালো। আমি মনে করি এটা সবার নাগরিক অধিকার, নাগরিক দায়িত্ব। তারা তাদের প্রতিনিধিকে বাছাই করবে পরবর্তী পাঁচ বছরের জন্য। তারা তাদের মূল্যবান ভোটটি দিয়ে সঠিক বিচারটি করবে বলে আমি আশা করছি।'

কেন্দ্রে ভোটার উপস্থিতি বিষয়ে সাকিব আল হাসান বলেন, 'আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। যেটা আমার মনে হয় যে সবাইকে উৎসাহিতও করবে। আমি মনে করি ভালো টার্ন আউট হবে। শীতের সকাল। দিন যত যাবে ভোটার উপস্থিতি বাড়বে।'

মাগুরা-১ আসনে সাকিবের বিপরীতে লড়ছেন ৪ জন প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা এবং বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

এই আসনে ১৫২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪শ' ৮৫ জন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর