কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করছেন দেশি বিদেশি পর্যটকরা

নির্বাচন পর্যবেক্ষণ করছেন কমনওয়েলথের প্রতিনিধিরা
নির্বাচন পর্যবেক্ষণ করছেন কমনওয়েলথের প্রতিনিধিরা |
0

সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করছেন দেশি বিদেশি পর্যটকরা।

সকাল নয়টার দিকে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে যান কমনওয়েলথের প্রতিনিধি দলের ৩ জন সদস্য। এই দলের প্রধান হিসাবে ছিলেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিং।

ভোটকেন্দ্রে বিভিন্ন দলের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া ভোটারদের সঙ্গেও কথা বলেন তারা।

অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে কমনওয়েলথের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

এসএসএস