ঢাকা ৭ ও ৮ আসনে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা

0

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আসনগুলোতে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচারণা। অলিগলি, পাড়া মহল্লা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার, ব্যানারে।

রাজধানীর ৮ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা ৮ আসনের ২০ নং ওয়ার্ডে প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তার কর্মীদের নিয়ে এই ওয়ার্ডের নানা জায়গায় লিফলেট বিতরণ করেন। এসময় তিনি তার নির্বাচনী এলাকার জীবনমান উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

এছাড়াও নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়নে কাজ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন তিনি।

এদিকে ঢাকা ৭ আসনে প্রায় দুই শতাধিক কর্মী নিয়ে প্রচারণায় নামেন নৌকার প্রার্থী সোলায়মান সেলিম। ঘোড়ার গাড়ি, অটোরিকশা এবং মোটরসাইকেলে কর্মীদের নিয়ে পলাশীর মোড় থেকে আজিমপুর, নবাবগঞ্জ, কেল্লার মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত বাবা হাজী সেলিমকে নিয়ে গণসংযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, নৌকার প্রতি আস্থা রয়েছে জনগণের। নির্বাচনে জয়ী হলে ঢাকা ৭ আসনের জনগণের কন্ঠস্বর হয়ে জাতীয় সংসদে কাজ করার কথা বলেন তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মকে ভোট দেয়ার আহ্বানও জানান।

ঢাকা ৭ আসনে এবার ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।