প্রচারণার তৃতীয় দিন সকাল থেকে চট্টগ্রামের ১৬ আসনে শুরু হয় জমজমাট প্রচারণা। প্রথমে চকবাজার এলাকায় নৌকার প্রার্থী নওফেল, দুপুরে সরাইপাড়া থেকে স্বতন্ত্র প্রার্থী এম মঞ্জুর আলম ও উইমেন কলেজ থেকে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু প্রচারণায় নামেন। এসময় জলাবদ্ধতা নিরসন, পাহাড় কাটা বন্ধ, শিল্পায়ন ও বিনিয়োগের বিষয়ে প্রাধান্য দেন প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটার, প্রার্থী সমর্থকদের উৎসবে সরগরম ময়মনসিংহের ১১টি আসন। কে হবেন নতুন জনপ্রতিনিধি? তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। তবে নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারদের বাড়ি থেকে শুরু করে হাট বাজার সব জায়গায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
ভোটের মাঠে সরব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকাল থেকেই মাগুরা জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায় প্রচারণা চালাচ্ছেন তিনি।
বলেন, ‘জনগণ যেভাবে আমাকে কাজ করতে বলবে আমি সেভাবেই কাজ করে যাবো।’
ধোঁয়া ওঠা চায়ের কাপে জমজমাট খুলনার নির্বাচনের মাঠ। প্রচারণায় সরব খুলনার ৬টি আসনের ৩৫ জন প্রার্থী। নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ থেকে শুরু করে সব দলের প্রার্থীরা।
এদিকে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামা চিত্রনায়িকা মাহিয়া মাহি ঘুরছেন ভোটারদের দোরগোড়ায়। স্লোগানে স্লোগানে জমজমাট প্রচারণা চালাচ্ছেন তিনি। দিচ্ছেন নারী উন্নয়ন আর কর্মসংস্থানের প্রতিশ্রুতি।
মাহিয়া মাহি বলেন, ‘এই নির্বাচনের পরে ভোটারদের চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে বলে আমি আশা করছি।’
সকাল থেকে নৌকার পক্ষে প্রচারণা মিছিলে সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক মুখর করে তুলেছেন সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী জান্নাত আরা হেনরী। নিজ নিজ এলাকায় মিছিল, পথসভা, লিফলেট বিতরণ করেন তার কর্মী সমর্থকরা।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরিতে রাজশাহী সার্কিট হাউজে ৬টি আসনের ৪০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এসময় প্রার্থীদের বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে সামাধানের আশ্বাস দেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এবং ভোটাররাও তাদের ভোট প্রদান করতে আসবেন।’
এছাড়া গণসংযোগে ব্যস্ত কুমিল্লার ১১টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মাইকিং, পোস্টার সাঁটানো এবং লিফলেট বিতরণে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।





