কিন্তু সেটি সব ব্যাংকে পরিপালিত না হওয়ায় আমানত রাখলেও মূল্যস্ফীতি বিবেচনায় কমে যাচ্ছে টাকার মান। এখন মূল্যস্ফীতি কমাতে বাজারে টাকার প্রবাহ কমাতে চায় বাংলাদেশ ব্যাংক।
নীলফামারীর ওমর ফারুক একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। মহামারি করোনায় চাকরি হারিয়ে সংকটে পড়েন। আর একটু একটু করে জমানো টাকা তুলতে থাকেন। মূল্যস্ফীতির ধাক্কায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং সুদের হার কম হওয়ায় জমানো টাকাও তুলে নেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের গ্রামাঞ্চলের ব্যাংকগুলোয় আমানতের পরিমাণ ৯৮ হাজার ৮৮৫ কোটি টাকা কমেছে। তবে গ্রামে কমলেও শহরে বেড়েছে আমানত। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান এমনটা বললেও রাজধানীতে অনেকে জীবনযাপনের ব্যয় সামলে উঠতে পারছে না। সঞ্চয় ভেঙে তাদেরও খরচ করতে হচ্ছে।
আমানত প্রসঙ্গে সোনালী ব্যাংকের এক নারী গ্রাহক জানান, বছর দু'য়েক আগেও সংসারের ব্যয় থেকে ক্ষুদ্র সঞ্চয় করেছেন। তবে খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় বন্ধ হয়ে যায়। একপর্যায়ে চিকিৎসার প্রয়োজনে ব্যাংক থেকে পুরো টাকা তুলে নেন।
ব্যাংকের সঞ্চয় পরিস্থিতি যখন এমন, তখন মূল্যস্ফীতির চেয়ে কম সুদে আমানত নেয়া যাবে না এমন নিয়ম তুলে নিলো বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলো তাদের সুবিধামতো এখন থেকে সুদের হার ঠিক করতে পারবে। এর মধ্য দিয়ে যাদের আমানত প্রয়োজন তাদের উচ্চসুদ হারে আমানত সংগ্রহের সুযোগ তৈরি হলো।
ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দিন বলেন, ‘যে ব্যাংকের আর্থিক সামর্থ্য শক্তিশালী তারা সাধারণত উচ্চসুদে আমানত সংগ্রহ করে না। তুলনামূলক দুর্বল ও মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলো বেশি সুদে আমানত সংগ্রহের চেষ্টা করে। তাই বেশি সুদ পাওয়া যাবে এমন আশায় দুর্বল ব্যাংকে বড় অঙ্কের আমানত রাখায় ঝুঁকি রয়েছে।’
অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘ব্যাংকগুলো তাদের হিসাব অনুযায়ী সুদহার নির্ধারণ করবে। বেশি সুদে আমানত নেয়া হলে ঋণেও তখন সুদের হার বাড়বে। এতে করে ঋণ প্রবাহ কমবে বাজারে। টাকার সরবরাহ কমে গেলে মূল্যস্ফীতিও হ্রাস পাবে বলে মনে করি।’