ইসি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ২৫টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিন কিশোরগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান প্রার্থিতা ফিরে পান।
উচ্ছ্বাস প্রকাশ করে আখতারুজ্জামান জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির অংশ হিসেবে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন।
এছাড়া পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আর যারা প্রার্থিতা ফেরত পাচ্ছেন না, তারা উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন।
প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে সবমিলিয়ে ইসিতে ৫৬১টি আপিল দায়ের হয়েছে।





