এ মাসেই রিজার্ভে যোগ হবে ১৩১ কোটি ডলার

0

চলতি মাসেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হবে ১৩১ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়া থেকে এই অর্থ রিজার্ভে জমা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। বলেন, আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের প্রায় ৬৯ কোটি ডলার শুক্রবারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পৌঁছাবে। আর আগামী মাসে রিজার্ভ অনেকটাই বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় কিস্তির ঋণ ছাড় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ নির্বাহী পর্ষদের সভায় দ্বিতীয় কিস্তির ৬৮২ মিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দেয়া হয়েছে।

তবে চলতি মাসে ১৩১ কোটি ডলার দেশে রিজার্ভে জমা হবে। যার প্রায় ৬৯ কোটি ডলার দিবে আইএমএফ। এডিবি থেকে আসবে ৪০ কোটি ডলার। দক্ষিণ কোরিয়া ৯ কোটি ডলার দিবে। আর অন্যান্য মাধ্যম থেকে আসবে ১৩ কোটি ডলার। আগামী মাসে রিজার্ভ অনেকটাই বাড়বে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে অনুমোদিত হয় ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব। অনুমোদনের তিনদিন পরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার ছাড় দেয় সংস্থাটি। মোট ৬ কিস্তিতে ২০২৬ সালের মধ্যে মোট ৪৭০ কোটি ডলার ছাড়ের কথা রয়েছে।

আরও পড়ুন

প্রথম কিস্তির পর জুড়ে দেয়া শর্তের ২টি শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে পরের কিস্তিগুলো সহজে পাওয়ার জন্য সেই শর্ত পূরণের প্রতি নজর দিতে বলছেন বিশ্লেষকরা।

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, 'আমাদের টার্গেটের তুলনায় রিজার্ভ অনেক কমে গেছে। সামগ্রিকভাবে বাংলাদেশের ওপর আস্থাটা অনেক কম। সেসব মিলিয়ে এ পরিস্থিতি চলতে থাকা আমাদের জন্যও ভালো না, আইএমএফও চাইবে না এটা কন্টিনিউ করতে। আমরা মনে করি ইলেকশন পরবর্তী সরকারকে খুব কঠোর ব্যবস্থা নিতে হবে।'

আইএমএফ, এডিবি ও দক্ষিণ কোরিয়ার অর্থের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়বে। এতে অর্থনীতি পাবে নতুন গতি- আশা অর্থনীতিবিদদের।

এসএসএস