আজ বুধবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘শরিক দলে আলাপ-আলাচনা হচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে জোট শরিকদের সঙ্গে কোন আপোস করবে না আওয়ামী লীগ।’
নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে না আসলেও এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোন সুযোগ নেই।’
গাজীপুরের ট্রেন দুর্ঘটনাকে বিএনপির নাশকতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাস-ট্রেনে নাশকতা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র। নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি ও তার দোসররা। তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। নাশকতা মোকাবিলায় সতর্ক পাহাড়া জোরদার করবে আওয়ামী লীগ ও সরকার।’
এখন পর্যন্ত নির্বাচনী উৎসব বিরাজ করছে দাবি করে তিনি বলেন, 'এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করবে সরকার। নির্বাচন সফল করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ।'





