কাঠের কানের দুল, মাটির গহনা, নকশীকাঁথা কিংবা দেশীয় ঐতিহ্যের শাড়ি। সবকিছুই মিলছে এই মেলায়। দেশীয় কারিগরদের হাতের বুননের রঙিন প্রদর্শনী বলা যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের পোশাক যার চাহিদাও বেশি।
খেজুরের গুড়, মধু ও আচারের মতো অর্গানিক পণ্যের পাশাপাশি বিক্রি হচ্ছে উদ্যোক্তাদের নিজেদের চাষ করা মাশরুম। কমদামে ভালো মানের খাদ্যপণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
দেশের নানা প্রান্ত থেকে আসা ৫০ জন উদ্যোক্তার বেশিরভাগই নারী। বিসিক বলছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
বিসিক ভবনে আয়োজিত এই মেলা ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।