এখন ভোট
রাজনীতি
0

আসন ভাগাভাগির সিদ্ধান্ত দু’একদিনের মধ্যে: ওবায়দুল কাদের

এম সুজন আকন

'১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে'

আসন বন্টন নিয়ে ১৪ দলের সঙ্গে শিগগিরই সমঝোতা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

গণভবনে ১৪ দলের সঙ্গে সোমবারের (৬ ডিসেম্বর) বৈঠকের বিষয়ে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। 

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  '১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকে বর্তমান প্রেক্ষপটে নিজেদের মতামত ও করণীয় জানিয়েছেন। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।' 

ওবায়দুল কাদের আরও বলেন, 'আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না। বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। আমাদের মূল লক্ষ্য হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছুর জবাব দেবে।'

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর