প্রার্থিতা ফিরে পেতে আপিল, বৈধ মনোনয়নপত্র নিয়েও চ্যালেঞ্জ

Shahinur Sarkar
0

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল দায়ের করছেন সংক্ষুব্ধরা।

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল দায়ের করছেন সংক্ষুব্ধরা। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রথম দিন সকাল থেকেই  আপিল করেছেন ৪২ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন, সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও আপিল করছেন অনেকেই।

আপিল গ্রহণের শুরুর দিন যারা এসেছেন, তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ ভোটারের সমর্থনের যে স্বাক্ষর জমা দিতে মনোনয়নপত্রের সাথে, সেখানেই হোঁচট খান অনেকেই। যদিও নিজেদের পক্ষে যুক্তি দিয়ে তারা বলেন, অনেক ভোটার ভয়ে স্বাক্ষরের কথা অস্বীকার করেছেন। এক প্রার্থী অভিযোগ করে বলেন, ৫ হাজার ৫৮৮টি ভোটারের স্বাক্ষর দিয়েছি। সেখানে তারা তদন্তে গিয়ে ৫/৬ জন ভোটারের ঠিকানায় তাদের পায়নি। আর এই ঘটনাই এখন আমার অপরাধ।  প্রার্থীরা বলেন, যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ এলাকায় যান, তখন ভোটাররা একটু ভয় পায়। তারাতো গ্রামের সাধারণ মানুষ। 
কেউ কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধ মনোনয়নকে চ্যালেঞ্জ করে আপিল দায়ের করছেন। অনেকের ঋণ খেলাপি কিংবা বকেয়া বিল জমা না দেয়ায় মনোনয়ন বাতিল হয়েছে। তারাও এসেছেন, প্রার্থিতা ফিরে পেতে।

এদিকে ময়মনসিংহে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ভোট নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই, এখন পর্যন্ত পরিবেশ দেখে তারা সন্তুষ্ট বরং নির্বাচন কমিশনের চাপে অন্যরা।

মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ এবং বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টানা ৬দিন চলবে আপিল নিষ্পত্তি শুনানি।

এসএসএস