আতাউর রহমান বর্তমানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। আতাউর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক হিসেবে ২০১১ সালে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া ফোরামের যুগ্ম সম্পাদক ও কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ফেডারেশনের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই জামায়াত নেতা।