বগুড়ার উন্নয়নে কর্মসংস্থান তৈরির দাবি ভোটারদের

0

নির্বাচনকে সামনে রেখে প্রাচীন জনপদ বগুড়ার উন্নয়নে আঞ্চলিক কর্মপরিকল্পনার দাবি জানিয়েছেন ভোটাররা। গত নির্বাচনের পর জেলার ৭টি আসন মিলে নতুন দুই লাখ ৮১ হাজার ৫৫৫ জন ভোটার বেড়েছে।

স্থানীয় ভোটাররা বলেন, আগামীতে যারা নেতৃত্ব দেবেন তাদের বগুড়ার উন্নয়নে স্থানীয় সম্পদ কাজে লাগাতে হবে এবং পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশের মোট চাহিদার ৮০ ভাগ কৃষি যন্ত্রাংশের শুধু যোগানদাতা নয়, বিভিন্ন পণ্য রপ্তানি করে বগুড়া প্রতি বছর কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর জেলায় ৫২ হাজার ৩১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

নতুন ভোটাররা বলেন, বগুড়া এখনও অবহেলিত হয়ে পড়ে আছে। আর উন্নয়ন অপরিকল্পিতভাবে হচ্ছে। আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে একটি বিমানবন্দরের প্রয়োজন। এছাড়া বেকারত্ব দূর করতে আগামীর জনপ্রতিনিধিদের তথ্য-প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।