আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। কেনিয়াকে হারিয়েছে ১১০ রানের বিশাল ব্যবধানে।
তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কেবল জয় নয়, তাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছিল উগান্ডার হারের দিকেও। কিন্তু রুয়ান্ডার বিপক্ষে হারেনি উগান্ডা।
উল্টো তুলে নিয়েছে ৯ উইকেটের বড় জয়। ফলে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে অনুষ্ঠেয় ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাচ্ছে তারা।
ক্রিকেটের যে কোন সংস্করণের বিশ্বমঞ্চে এবারই প্রথম জায়গা করে নিল উগান্ডা।