ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট জয়ের কৃতিত্ব সবার: মেহেদি মিরাজ

উইন্ডিজের বিপক্ষে টেস্ট জেতায় দলের সবাইকে কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি মিরাজ। দীর্ঘদিন পর ক্যারিবীয়দের বিপক্ষে জয়কে বড় পাওয়া বলছেন ম্যাচসেরা তাইজুল ও সিরিজ সেরা তাসকিন।

মিরাজ বলেন, ‘যেহেতু আমি প্রথম ক্যাপ্টেন্সি করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া উইন্ডিজের মাটিতে। আর প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে। এবং সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। এজন্য অবশ্যই আমি সব প্লেয়ারদের ক্রেডিট দিতে চাই।’

অন্যদিকে বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘এটা আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক বড় পাওয়া। কারণ এখানে বেশ কিছু তরুণ প্লেয়ার ছিল। সবার মধ্যে ওই উৎফুল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতবো।’

বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ বলেন, ‘ওদের কন্ডিশনে অনেক বড় বড় দল স্ট্রাগল করে। আমরা একটু টাফ টাইম পার করছিলাম। পাকিস্তানের সাথে সিরিজ জয়ের পর আরো কিছু সিরিজ হারায় আমরা মোরালি ডাউন ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করেছি। দুইটা ম্যাচেই আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এ রিওয়ার্ড দিয়েছেন ম্যান অব দ্য সিরিজ হিসেবে।’

এএইচ