এখন মাঠে
0

সবাইকে ছাড়িয়ে গেলেন তাইজুল

দশ বছরের ক্যারিয়ারে ৫ উইকেট নেয়ার কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেলেন তাইজুল ইসলাম। অভিষেকের পর থেকে ৫১ ইনিংসে ১৫ বার ৫ উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন বাঁহাতি বোলারদের।

২০১৪ সালের সেপ্টেম্বরে ১০ বছর আগে কিংসটাউনে উইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় স্পিনার তাইজুল ইসলামের। দীর্ঘ ১০ বছরের যাত্রায় অনেকটা সময় সাকিবের ছায়া হয়ে থাকলেও উইন্ডিজে ছাড়িয়ে গেলেন সবাইকেই।

ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ১৩৫ রানে ৫ উইকেট। দশ বছরে এই পাঁচ উইকেট নেয়ার ট্যালিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বর্তমানে খেলা বাঁহাতি বোলারদের মাঝে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার কীর্তি তার।

৫১ টেস্টে ৯১ ইনিংসে ৩১.৭ গড়ে ৫ উইকেট নিয়েছেন ১৫ বার ৪ উইকেট নিয়েছেন ১২ বার। মোট উইকেট সংখ্যা ২১৭। বাঁহাতিদের তালিকায় সবার উপরেই তাইজুল। তাইজুলের চেয়ে বেশি টেস্ট খেলেও রাবীন্দ্র জাদেজা ১২৪ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার। শ্রীলঙ্কান স্পিনস্টার রঙ্গনা হেরাথ ৬৭ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার। ৯২ টেস্টে কেশব মহারাজের টেস্ট উইকেট সংখ্যা ১৮৬। ৫ উইকেট নিয়েছেন ১০ বার।

এমনকি তাইজুলের অভিষেকের পর ৩৭ টেস্ট খেলে সাকিব ৫ উইকেট নিয়েছেন ৮ বার। আরেক শ্রীলঙ্কান প্রবাথ জয়সুরিয়া ৩২ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৯ বার। সবাইকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছেন এই শ্রীলঙ্কান স্পিনার।

শুধু ঘরের মাঠেই নয়, দেশের বাইরেও পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা,নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়েছেন সদা পরিশ্রমী ও লড়াকু তাইজুল।

বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও অনন্য তাইজুল। ২০২৪ সালে সাদা বলে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটার ও তাইজুল ইসলাম । সাদা পোশাকের ক্রিকেটে টপঅর্ডার ব্যাটাররা রঙহীন হলেও দারুণ ছন্দে আছেন তাইজুল। লোয়ার অর্ডারে ব্যাট করে ১৪ ইনিংসে ৫৪০ বল মোকাবেল করেছেন তিনি। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন তাইজুল।

এসএস