ক্রিকেট
এখন মাঠে
0

'এশিয়া কাপ জয় দেশের ক্রিকেটের উন্নতি প্রমাণ করে'

এশিয়া অঞ্চলে টানা দু'বার চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। আর এই জয় দেশের ক্রিকেটের উন্নতি প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা। অন্যদিকে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন করতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ীদের নিয়ে আলাদাভাবে কাজ করার পরিকল্পনার কথা জানালেন বিসিবির এই পরিচালক।

পরপর দু'বার এশিয়া কাপের মুকুট বাংলাদেশের। টাইগার যুবাদের সামনে ভারত লড়াই করে জিততে পারেনি আসরের সর্বোচ্চ নবম শিরোপা। শক্তিশালী ভারতকে মাথা নোয়াতে বাধ্য করা দলটা প্রতিপক্ষ দলগুলোর জন্য ভবিষ্যতে কতটা শক্তিশালী- সেই বার্তা ইতিমধ্যে পেয়েছে ক্রিকেট বিশ্ব।

জুনিয়র ক্রিকেটাররা আসরে যাওয়ার আগে খুব একটা প্রস্তুতির সুযোগ পায়নি। এরপরও শিরোপা ধরে রাখা বয়সভিত্তিক দলের উন্নতির চিত্র প্রকাশ পাচ্ছে বলে জানালেন বিসিবির পরিচালক ফাহিম সিনহা।

তিনি বলেন, 'ডেভেলপমেন্ট এমন একটা জিনিস যে এখানে আপনার প্রতিনিয়ত কাজ করতে থাকতে হয়। আর একটা সুন্দর প্রসেস আছে। আমি এখনও মনে করি এটা কনটিনিউয়াস ডেভেলপমেন্টের ব্যাপার। মানে আমাদের যেখানে যতটুকু সুযোগ থাকবে নতুন কিছু করার, খেলা বাড়ানোর বা লংগার ভার্সন নিয়ে আসার। সুযোগ হলে আমরা ওগুলো অবশ্যই করবো।'

এশিয়া কাপ জয়ের পর জাতীয় দলের শক্তিশালী পাইপলাইন গড়ে তুলতে নতুন পরিকল্পনা করছে বিসিবি।

ফাহিম সিনহা বলেন, 'আমাদের কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা ইন্টার্নালি সলভ করে ওইটার একটা বেটার আউটপুট দেয়ার চেষ্টা করছি। পাওয়ার হিটিংয়ের বিষয়টা ন্যাচারাল অ্যাবিলিটি। এটা নিয়ে কাজ করলে পাইপলাইনে ওদের দিয়ে ভবিষ্যতে ভালো খেলা আশা করা যাবে।'

আসর শেষে বিশ্রামের সুযোগ নেই যুবাদের। ডিসেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার কথা রয়েছে টাইগার যুবাদের।

এসএস