সারাদেশের ৩শ'টি সংসদীয় আসনেই তদন্ত কমিটি নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এক সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটির দায়িত্ব দেয়া হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের।
এ বিষয়ে ইসি সচিবালয়ে নিজকক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের যুগ্মসচিব মাহবুবুর রহমান সরকার। তিনি বলেন, এরইমধ্যে নির্বাচনী তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সোম, মঙ্গল ও বুধবার টানা ৩ দিন প্রশিক্ষণ দেয়া হবে সদস্যদের। আচরণবিধি ভঙ্গ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারলেও এই নির্বাচনী তদন্ত কমিটি নিজেরা ব্যবস্থা নিতে পারবেন না। অনিয়ম হলে তারা তদন্ত করে ৩ দিনের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করবেন। তাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি।
নির্বাচন কমিশনের যুগ্নসচিব মাহবুবুর রহমান সরকার জানান, তদন্ত কমিটি যদি দেখে কোথাও আচরণবিধি বা নির্বাচন সংক্রান্ত কোন বিধি লঙ্ঘন হচ্ছে তাহলে তারা নিজ উদ্যোগে তদন্ত করতে পারবেন। এছাড়া যদি কোন প্রার্থী বা প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ আসে সে অভিযোগ তারা তদন্ত করে দেখতে পারবেন।





