শিক্ষা
0

এইচএসসি'র ফলাফল আগামীকাল

Shahinur Sarkar

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। এরপর সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত জানাবেন।

গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজারের বেশি পরীক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এখন টেলিভিশনকে বলেন, আমাদের নির্দেশনা আছে ফলাফলের জন্য এখন আর শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসার প্রয়োজন নেই। এসএমএস কিংবা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ফলাফল পাওয়া যাবে। তবে হরতাল-অবরোধে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ উদযাপন করতে গেলে তারা নিজ দায়িত্বে যাবেন।

যেভাবে জানবেন ফলাফল...

শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে তাঁদের ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করা যাবে।

এসএসএস