সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, ফলাফল যেভাবে জানা যাবে

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে ফলাফল
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে ফলাফল | ছবি: এখন টিভি
0

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত (Class 1 to 9) শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি (Digital Lottery) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর)। এদিন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারির আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত ফলাফল জানতে পারেন, সে জন্য অনলাইনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনলাইনে যেভাবে জানা যাবে লটারির ফলাফল (How to Check Lottery Result):

অভিভাবক বা শিক্ষার্থীদের লটারির ফলাফল জানতে অনুষ্ঠানস্থলে যাওয়ার প্রয়োজন নেই। লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই দ্রুত অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে:

ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দেওয়া এই লিংকে (Link) প্রবেশ করে ফলাফল জানতে ও ডাউনলোড করতে পারবেন:

ডাউনলোড প্রক্রিয়া: ওয়েবসাইটে প্রবেশ করে লটারি সফলভাবে সম্পন্ন হলে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড (ID and Password) ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

সরাসরি সম্প্রচার: লটারির প্রক্রিয়াটি সরাসরি দেখার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজে (Facebook Page) লাইভ সম্প্রচার করা হবে:

আরও পড়ুন:

ভর্তির প্রক্রিয়া ও আসন সংখ্যা (Admission Process and Seat Availability):

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্যমতে, ২০২৬ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি স্কুল তিন হাজার ৩৬০টি।

এ বছর মোট শূন্য আসন (১১ লাখ ৯৩ হাজার ২৮১টি) এর বিপরীতে সফলভাবে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৫৬ হাজার ৫৪টি। সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৭ লাখ ১৯ হাজার ৮৫৪ জন। ফলে সরকারি স্কুলে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ছয়জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে বেসরকারি স্কুলে আসন খালি থাকবে ৭ লাখ ৩৬ হাজার ৫৫টি, কারণ শূন্য আসন বেশি হলেও আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন।

লটারি পরবর্তী নির্দেশনা (Post-Lottery Instructions):

লটারির পর প্রতিষ্ঠান প্রধানরা ডাউনলোড করা ফলাফল সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে (E-mail) প্রেরণ করবেন এবং মাউশিকে অবহিত করবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তি কমিটির সভা ডেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আরও পড়ুন:



এসআর