সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ডিজিটাল অনলাইন লটারি মাধ্যমে ভর্তি ফল প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো | ছবি: সংগৃহীত
35

সারা দেশে একযোগে ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তি ফল প্রকাশ অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল অনলাইন লটারি মাধ্যমে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এবার ৪০৪৯টি সরকারি বেসরকারি স্কুলে ১১ লক্ষ ৯৪ হাজার ৫১৩টি শূন্য আসনের বিপরীতে লটারির ফলাফল প্রকাশ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৬৮৯টি সরকারি বিদ্যালয়ের ১ লাখ ২১ হাজার ৫৯৬টি শূন্য আসনের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ১৯ হাজার ৮৫৮টি। ৩ হাজার ৩৬০টি বেসরকারি বিদ্যালয়ের ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৬ হাজার ১৯৬টি।

আরও পড়ুন:

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন, অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, অসাধু উপায়ে ভর্তি বাণিজ্য রোধ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোমলমতি শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতেই অনলাইন ডিজিটাল লটারি পদ্ধতি চালু করা হয়েছে। একটি আবেদনেই একাধিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকছে শিক্ষার্থীদের জন্য।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে অনলাইনে লটারি মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ইএ