দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। সোমবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বনানী কার্যালয় থেকে এর উদ্বোধন করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
এ সময় সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত নয় । নির্বাচনে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি স্বরূপ মনোনয়ন ফরম বিতরণ শুরু করা হয়েছে। লাংগল প্রতীকে ৩০০ আসনেই প্রার্থী দিবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা জানান, 'জাতীয় পার্টির উপর আপাতত কোনো চাপ নেই। তবে নির্বাচনের সময় অনেক কিছুই হয়ে থাকে।'