সদ্য শেষ হওয়া বিশ্বকাপে কোন দল সবচেয়ে বেশি ফেবারিট ছিলো কোন রকম তর্ক ছাড়াই হয়তো সবাই একবাক্যে বলবে ভারতের নাম। ব্যাটিং, বোলিং সব বিভাগে স্বাগতিক ক্রিকেটাররা ছিলেন দুর্দান্ত। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবা উইকেট শিকার সবকিছু ছিলো ভারতীয়দের দখলে।
প্রথমপর্ব থেকে সেমিফাইনাল সবখানেই রোহিত কোহলিরা ছিলেন অপ্রতিরোধ্য। এমন দলটি ফাইনালে কিনা অমন অসহায় আত্মসমর্পণ। তাও আবার কিনা ধুকে ধুকে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার কাছ। শক্তিশালি ভারতে এমন হারের পেছনে রহস্যটা কি? কি বলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস বলেন, 'এই বিশ্বকাপের সেরা দল ছিল ভারত। ব্যাটিং, বোলিং দু’টোতেই তারা আধিপত্য দেখিয়েছে। কিন্তু ফাইনালে হারের পিছনে মনে আমার মনে হয়েছে বড় ম্যাচের প্রেসার নিতে পারেনি ভারত।'
সাম্প্রতিক সময় একটা গুঞ্জন বেশ চাওড়। অচেরেই মানুষের আগ্রহ হারাতে পারে ওয়ানডে ফরম্যাট থেকে। তবে এবারের আসরে এমন গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন শাহরিয়ার নাফিস। শুধু তাই বিগত দু আসরের চেয়ে ভিন্নতা ছিলো ভারতে অনুষ্ঠীয় বিশ্বকাপে।
খুব কাছে এসেও ভারতের শিরোপা হাত ছাড়া হয়েছে। ভেঙেছে কোটি হৃদয়। তবে, বিরাট কোহলি মোহাম্মাদ শামির জন্য এবারে আসরটা স্মরনীয় হথে থাকবে বলে মনে করেন সাবেক এই টাইগার দলপতি।
তবে, সবকিছু একপাশে রেখে বলাই যায় বড় মঞ্চে অজিরা যেকোন মুহূর্তে যেকোন দলকে হারাতে সক্ষম।