হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে: ডিএমপি

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান | ছবি: সংগৃহীত
0

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কিনা তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আজ (রোববার, ‌১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

টার্গেট কিলিং এ আর কারো নাম আছে কিনা সে বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ।’

আরও পড়ুন:

এর আগে আজ সকালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানায়, মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে তাকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।

তবে হাদিকে গুলির মিশনে অংশ নেয়া দুই অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে। বিদেশে পালিয়ে গেছে কিনা? 

এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই মুখপাত্র বলেন, ‘তাদের তাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

সেজু