স্বাস্থ্য
দেশে এখন
0

ফরিদপুরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা

শাহনুর শাকিব

হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে রোগী ও স্বজনদের ভিড়

ফরিদপুরে জেলার বিশেষায়িত হাসপাতাল জাহেদ মেমোরিয়ালে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে প্রতিদিন গড়ে ৫শ'র রোগী ভিড় করছেন। যার বেশিরভাগই শিশু। জেলা শহর ছাড়া বিভিন্ন উপজেলা থেকেও শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে শিশুদের হাসপাতালে আনতে দেখা গেছে স্বজনদের।

হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। আতঙ্কিত না হয়ে শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হবার পরামর্শ চিকিৎসকদের।

ফরিদপুর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কনসালট্যান্ট ডা. নিরঞ্জন কুমার দাস জানান, 'শ্বাসকষ্ট আর ডায়রিয়া, বাচ্চাদের এ দুটি রোগ বেশি হচ্ছে। শিশুদের বাবা-মাকে বলছি, ঠান্ডা যেন না লাগে, ঠান্ডায় বাইরে যেন বের না হয়; এ বিষয়ে নজর রাখার জন্য। সাথে বাচ্চাদের গরমের মধ্যে রাখার কথা বলেছি। ৮০ শতাংশই এ রোগ আর ২০ শতাংশ অন্যান্য রোগ।'

চলতি সপ্তাহে শুধু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে প্রায় আড়াই হাজার শিশু চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এসএস