অবৈধ বালু উত্তোলনে ফেনীতে বাড়ছে নদী ভাঙন

এখন জনপদে
0

ফেনীতে অবাধে চলছে নদী থেকে বালু উত্তোলন। এতে বাড়ছে নদী ভাঙন। এজন্য প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা। বলছেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীতে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি।

ফেনী নদী তীরবর্তী গ্রামের জয় চাঁদপুরের বাসিন্দা রমজান আলী। একসময় তার ৩২ হেক্টরের বেশি ফসলি জমি থাকলেও এখন সবই নদী গর্ভে। সব হারিয়ে বর্গা খাটছেন অন্যের জমিতে।

রমজান আলীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বেড়েছে নদীভাঙন। একই চিত্র ফেনী সদর, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার। এর মধ্যে সবচেয়ে বেহাল ঘোপাল ইউনিয়নের।

নদীগর্ভে বিলীন হওয়ার পথে সড়ক ও নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরী। স্থানীয়রা জানান, বাধা দিতে গেলে অস্ত্রসহ বিভিন্ন হুমকি দেয় সন্ত্রাসীরা। প্রশাসনের তৎপরতায় মাঝে মধ্যে উত্তোলন বন্ধ থাকলেও রাতের আঁধারে আবারও চলে কার্যক্রম।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হিসেবে ৮টি বালু মহাল থাকলেও বালু উত্তোলন হচ্ছে অর্ধশতাধিক স্থান থেকে। যা থেকে প্রতি মাসে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে একটি চক্র।

জেলা প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২শ'র বেশি ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। বালু সন্ত্রাসীদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চলছে বলেও জানান জেলা প্রশাসক।

এএইচ