রাঙামাটি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাউখালী বালিকা-বাঘাইছড়ি বালক দল

এখন মাঠে
এখন জনপদে
0

রাঙামাটিতে শেষ হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে কাউখালী উপজেলা বালিকা দল ও বাঘাইছড়ি উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়েছে।

আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) রাঙামাটি সদরের সেনা জোন মাঠে বিকাল তিনটায় শুরু হয়ে টুর্নামেন্টের ফলাফল নির্ধারণী এ আয়োজন।

প্রথম পর্বে রাঙামাটি সদর উপজেলা ও বাঘাইছড়ি উপজেলা বালক দলের খেলায় ট্রাইবেকে বাঘাইছড়ি ৪-২ গোলে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে রাঙামাটি সদর উপজেলা।

দ্বিতীয় পর্বে কাউখালী উপজেলা বালিকা দল ৩-১ গোলে রাজস্থলী উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন চ্যাম্পিয়ন দলের উমেহলা মারমা। রানার্সআপ হয়েছে রাজস্থলী উপজেলা।

তারুণ্য উৎসব উপলক্ষে গেল গত ২৪ জানুয়ারি রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। রাঙামাটি পৌরসভাসহ জেলার দশ উপজেলার বালক ও বালিকাদের ২২টি দল অংশ নিয়েছেন। প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌউস আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে নিয়মিত এমন আয়োজনে দরকার বলে মনে করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

ইএ