রাঙামাটিতে বুনো হাতির হামলায় কৃষকের মৃত্যু

এখন জনপদে
0

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বুনো হাতির হামলায় উসচিং মারমা (৪৫) নামের স্থানীয় এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃত ক্যাও মারমার ছেলে।

নিহত উসচিং মারমার ছেলে মংছাই মারমা বলেন, 'কাইতাক পাড়া এলাকায় তাদের কলা বাগানের কাজ চলছে। ওই বাগানে যেতেই সকালে বাসা থেকে বের হন বাবা। কিন্তু পথে একপাল হাতির আক্রমণের শিকার হন বাবা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, 'খাদ্যের সন্ধানে বন্য হাতির পাল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ বৃহস্পতিবার সকালেও বন্য হাতির দলটি কলা বাগান খেতে আসে। এ সময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমার মৃত্যু হয়।'

রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, 'কৃষক উসাচিং মারমা খেত খামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পটে স্থানীয়রা তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উসাচিংকে মৃত ঘোষণা করেন।'

ইএ