রাঙামাটির বাঘাইছড়িতে জালনোটসহ গ্রেপ্তার ২

এখন জনপদে
0

রাঙামাটির বাঘাইছড়িতে এক হাজার টাকা মূল্যমানের ১৪টি জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মাসুদ মিয়া (৩৯) ও দেলোয়ার হোসেন (৩১)। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বাঘাইছড়ির মাহিল্ল্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এসময় তাদের এক হাজার টাকা সমমূল্যের ১৪টি জাল নোট উদ্ধার করা হয়। এঘটনায় বাঘাইছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করেন।

গ্রেপ্তার হওয়া মাসুদ মিয়া ও দেলোয়ার হোসেন রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকয্যা ইউনিয়নের বাসিন্দা। এরমধ্যে মাসুদ মিয়া হোসেনপুর গ্রামের মৃত সরিফুল ইসলামের ছেলে। আর মো. দেলোয়ার হোসেন রসূলপুরের বাসিন্দা আবুল বশরের ছেলে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, 'এসআই টিকলু কুমার পাল, সাগল হালদার ও এএসআই নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে জালানোটসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালত সোপর্দ করা হয়েছে। জালনোটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'

এসএস