এখন জনপদে
0

'সব রাজনৈতিক দলের প্রত্যাশা অনতিবিলম্বে নির্বাচনের আয়োজন করবে সরকার'

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সকল রাজনৈতিক দলের প্রত্যাশা অনতিবিলম্বে নির্বাচনের আয়োজন করবে এবং বিএনপির পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে আমরা একটা যৌক্তিক সময় দিচ্ছি তত্ত্বাবধায়ক সরকারকে। এই যৌক্তিক সময়ের মধ্যেই সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে। তিনি বলেন, 'আমরা প্রত্যাশা করছি জনগণের কথা চিন্তা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মান দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছেই হস্তান্তর করবেন।'

আজ (শনিবার, ১৮ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'তারেক রহমান ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে আন্দোলন ছিল ছাত্র জনতার নেতৃত্বে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জনগণের প্রত্যাশা সহস্র নেতাকর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশে তারেক রহমানকে বরণ করার জন্য।'

বাংলাদেশে আসার ব্যাপারে আইনগত কোন জটিলতা নেই। তিনি আইনের শাসনের প্রতি বিশ্বাসী, আদালতের প্রতি আস্থাশীল। মামলা আইনগতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। মামলায় উনার দেশে আসার ব্যাপারে কোন বাধা নেই বলেও জানান তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'তিনি যেহেতু দীর্ঘদিন ধরে বিদেশে আছেন এবং আপনারা জানেন এদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন। তারেক রহমান একাধারে যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক তেমনি ভাবেই তিনি একজন মায়ের সন্তান। অতএব তিনি মায়ের চিকিৎসার জন্য লন্ডনে আছেন। চিকিৎসা শেষে দেশে আসার ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নিবেন।'

তিনি আরো বলেন, 'শহীদ রাষ্ট্রপতি এ দেশে স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আগামীকাল। সেই উপলক্ষেই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় ৪৬ জন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন এবং আমরা চারটা ফার্মেসির মাধ্যমে বিনামূল্যে ওষুধও প্রদান করছি।'

উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতায় মানুষের চিকিৎসা সেবায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্য সেবায় অংশ নিতে সকাল থেকেই ইদগাহ মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৪ হাজার রোগী রেজিস্ট্রেশন করেন।

এসময় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে শিশু, মহিলা/স্ত্রীরোগ, অর্থপেডিক্স, হৃদ্‌রোগ, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্য ঔষধ সরবরাহ করা হয়।

ইএ