আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক-অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে শেয়ার বাজারের সব সংস্কার বৃথা যাবে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, ‘দিনদিন প্রসারিত হওয়ার পরিবর্তে ক্যাপিটাল মার্কেট সংকুচিত হয়েছে। নানান জটিলতায় পেঁচিয়ে থাকলেও ভবিষ্যতে পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চেষ্টা করা হচ্ছে।’
অতীতের মত কোনো প্রেশার নেই জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনভাবে কাজ করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।’ পদ্ধতিগত সীমাবদ্ধতার কথা স্বীকার করে বোর্ডের কার্যক্রমে যেকোনো অভিযোগ আসলে ও প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান।