এখন জনপদে
0

শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫ এর উদ্বোধন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৪ বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট 'শাপলা কুঁড়ি ট্রফি-২০২৫' এর উদ্বোধন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল এন্ড কৃষি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীর।

এসময় বরগুনা ও বেতাগী উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতরা উপস্থিত ছিলেন।

আগামী ১৯ জানুয়ারি এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ওইদিন বিজয়ীদের মাঝে শাপলা কুঁড়ি ২০২৫ ফাইনাল ট্রফি বিতরণের পাশাপাশি বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এসএস