এখন জনপদে
0

শেরপুরের অবৈধভাবে বালু উত্তোলন: ৭ ব্যবসায়ীকে কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাত বালু ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১২টি ড্রেজার মেশিন, নয়টি বালুর অবৈধ স্থাপনা, বালু উত্তোলন সরঞ্জামাদি এবং কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চেল্লাখালী নদীর পাড় ও ভুরুংগা নামক স্থানে এসব অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের যৌথ নেতৃত্বে দিনব্যাপী উপজেলার চেল্লাখালী নদীর পাড় ও ভুরুংগা নামক স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে অবৈধ সাত বালু ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১২টি ড্রেজার মেশিন অপসারণ, নয়টি বালুর স্থাপনা এবং কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মবিনুর আলম (৩৬), নন্নীর মো. ইয়াজুল হকের ছেলে মো. বিল্লাল হোসেন (৪২), চাদগাঁওয়ের সুরুজ্জামানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৮), নন্নীর আব্দুল মজিদের ছেলে হাসমত আলী (৪৫), রাজনগরের ইউসুফ আলীর ছেলে মো. শাজাহান (৩৫), আন্ধারুপাড়ার মৃত পনেলের ছেলে অনিল (৩২) এবং শেরপুর সদরের ময়না চন্দ্র দাসের ছেলে শ্রী সুরেশ চন্দ্র দাস (৪০)।

অভিযানে পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বনবিভাগ , স্থানীয় ইউপি মেম্বার, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, 'অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ও আশপাশের পরিবেশ হুমকিতে রয়েছে। তাই জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।'

এসএস