আজ বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, বনবিভাগসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার বেতবুনিয়ায় বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস নামের ওই দুই ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা আদায় করে ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গেল শুক্রবার (১০ জানুয়ারি) জেবিএম ব্রিকস, এটিএম ব্রিকস এবং এমএন্ডসি ব্রিকস নামের আরও তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরদিন শনিবার (১১ জানুয়ারি) এস.বি.ডবলিউ, এ.এম.বি ইটভাটার মালিককে এক লাখ করে এবং মাঝের পাড়ায় এন.আর.সি ইটভাটার মালিককে দুই লাখসহ মোট চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এনিয়ে গত পাঁচ দিনে আটটি ইটভাটায় সাড়ে নয় লাখ টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।
অবৈধভাবে গড়ে তোলা এসব ইটভাটায় পাহাড় কেটে মাটি সংগ্রহ আর বনের কাঠ পু্ড়িয়ে ইট তৈরি হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। সরকারি হিসেবে ১৫টি ইটভাটার মধ্যে ইতোমধ্যেই ১৪টি বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান জানিয়েছেন হাইকোর্টের আদেশ প্রতিপালনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে।