দেশি মোটরসাইকেলে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মতে, দেশে রেজিস্ট্রিকৃত মোটরচালিত যানের সংখ্যা প্রায় ৫০ লাখ। রেজিস্ট্রিকৃত পরিবহনের প্রায় ৮০ শতাংশ দুই-চাকা বিশিষ্ট। বাকি ৫ শতাংশ যাত্রীবাহী গাড়ি। এর বাইরে বাস, ট্রাক, পিকআপ, অটো রিকশা, ভ্যান এবং মাইক্রোবাস মিলে আছে বাকি অংশ। এই পরিসংখ্যানই প্রমান করে দেশে মোটরসাইকেলের জনপ্রিয়তা। বর্তমানে বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে মোটরসাইকেল। আবার কিছু বিখ্যাত ব্র্যান্ডের মোটরসাইকেল এখন বাংলাদেশে সংযোজিত হচ্ছে। এক দশকের মাঝে বাংলাদেশে দুই চাকার মোটরসাইকেল বাজারের সম্প্রসারণ ঘটেছে তিনগুণেরও বেশি। একইসঙ্গে কমছে আমদানি নির্ভরতা। বর্তমানে দেশে বার্ষিক মোটরসাইকেল বিক্রির ৯০ শতাংশ সরবরাহ চাহিদা পূরণ করছে স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।