ফিরে এসেছে ঐতিহ্যের ঢাকাই মসলিন
0
ফিরে এসেছে ঐতিহ্যের ঢাকাই মসলিন
চার হাজার বছরের ঐতিহাসিক ঢাকাই মসলিন ছিল সারা বিশ্বের বিস্ময়। এর সূক্ষ্মতা ও স্বচ্ছতাই মানুষের কাছে জনপ্রিয় করে তুলে। সারা বিশ্বে মসলিন যেমন চমক সৃষ্টি করেছিল তেমনি হঠাৎই হারিয়ে যায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে মসলিন।