বানিয়াচং: 'পৃথিবীর সবচেয়ে বড়' গ্রামের জীবন-জীবিকা
0
বানিয়াচং: 'পৃথিবীর সবচেয়ে বড়' গ্রামের জীবন-জীবিকা
ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ অবিশ্বাস্য রকম বিশাল গ্রামের নাম বানিয়াচং। যার অবস্থান হবিগঞ্জ জেলায়। গ্রামের নামকরনেই উপজেলাটির নামও হয় বানিয়াচং। স্থানীয়রা এই গ্রামটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রাম আবার অনেকে পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম হিসেবে আখ্যায়িত করে থাকেন। বিশাল আয়তনের কারনে চারটি ইউনিয়নে ভাগ করা এ গ্রামটি বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নত একটি গ্রাম।