পুরান ঢাকায় ফরাসীদের ‌'গঞ্জ'
মধ্যযুগে বিভিন্ন জাতিগোষ্ঠী বিশেষ করে ইউরোপীয়রা ব্যবসার উদ্দেশ্যে বাংলায় আসে। তাদের মধ্যে ফরাসীরা ঢাকায় কুঠি নির্মাণ করেন ১৭৮০ সালের দিকে। এখান থেকে তারা বিভিন্ন মসলা জাতীয় পণ্য ও মসলিন কাপড় ইউরোপে রপ্তানি করতো। আর তাদের ব্যবসা পরিচালনা ও বসবাসের জায়গাটি পরিচিতি পায় ফরাশগঞ্জ নামে। তবে এখন ফরাসীরা না থাকলেও তাদের রেখে যাওয়া ঐতিহাসিক ফরাশগঞ্জ আজও রয়েছে। তবে ফরাশগঞ্জের জৌলুস এখন আর নেই।