পাঁচ হাজার মাইল দূরে থেকেও নিজ গ্রামে এতিমখানা গড়েছেন হামজা
হতে পারতেন ইংল্যান্ড জাতীয় দলের ফুটবলার। তবে নাড়ির টানে গায়ে চড়াতে চান লাল-সবুজের জার্সি। হামজা দেওয়ান চৌধুরী, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সন্তান। পাঁচ হাজার মাইল দূরে থেকেও নিজ গ্রামে গড়েছেন এতিমখানা। নিজ অর্থে বহন করছেন ২৫ থেকে ৩০ জন শিশু-কিশোরের ভরণপোষণ।