বাংলাদেশ এয়ারলাইনসের বিমানযোগে সন্ধ্যা সাড়ে ৭ টায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজা।
এসময় হামজার বাবা দেওয়ান গোলাম মুর্শেদ চৌধুরী বলেন, ‘আসন্ন ভারত-বাংলাদেশ ম্যাচসহ সকল গুরুত্বপূর্ণ ম্যাচে যাতে দেশের মান উজ্জ্বল করতে পারে এটাই চাওয়া সকলের।’
এদিকে হামজা চৌধুরীর মা রাফিয়া চৌধুরী জানান, দেশে এসে হামজা এবং পুরো পরিবারের অনেক চমৎকার সময় কেটেছে।
উল্লেখ্য, বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এ ফুটবলারের।
প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখেছেন গতকাল দুপুর পৌনে ১২টার দিকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নেয় বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। পরে চলে যান গ্রামের বাড়ি।