দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

ফুটবল
এখন মাঠে
0

দেশে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এ ফুটবলার। এর আগে গতকাল (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছিলেন হামজা।

বাফুফের ৭ জন নির্বাহী সদস্য হামজা ও তার পরিবারকে সিলেট এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করে নেন। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। সেখানে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি।

বিমানবন্দরে পৌঁছে হামজা চৌধুরী বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে। আমরা ম্যাচ জিততে চাই এবং ক্রমান্বয়ে উন্নতি করতে চাই।’

তার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল তার ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।

এএইচ