নভেম্বরে ঘরের মাটিতে নারী কাবাডি বিশ্বকাপ; খরচ ১০ কোটি টাকার বেশি

বাংলাদেশ নারী কাবাডি দলের ছবি
বাংলাদেশ নারী কাবাডি দলের ছবি | ছবি: সংগৃহীত
0

১০ কোটি ৪৪ লাখ টাকা খরচে নভেম্বরে ঘরের মাটিতে হবে নারী কাবাডি বিশ্বকাপ। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ১৫ নভেম্বর পর্দা উঠে শেষ হবে ২৫ নভেম্বরে।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় কাবাডি ফেডারেশন। 

আয়োজক হিসেবে বাংলাদেশ ছাড়াও আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জর্মানি, জাপান, ভারতসহ মোট ১৪টি দেশ অংশ নেবে আসন্ন এ আসরে।

আরও পড়ুন:

এছাড়া স্ট্যান্ডবাই দল হিসেবে রয়েছে দুটি দেশ পাকিস্তান এবং পোল্যান্ড। এ আয়োজনের অর্ধেক অর্থ-ই দিবে সরকার।

কাবাডির বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। আসরে ভালো ফলাফলের লক্ষ্যে বর্তমানে নিজেদের প্রস্তুত করতে বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নারী খেলোয়াড়রা।

এসএইচ