৯ রাউন্ডের সব কটিতেই জিতেছে ৭ বছর বয়সী এই বালিকা। প্রতিযোগিতায় এটিই ভারতের একমাত্র সোনা। ভারত থেকে ২২ জন প্রতিযোগী যোগ দিয়েছিল বিশ্ব স্কুল দাবায়।
প্রাগনিকা ছাড়াও পদক পেয়েছে আরো দুইজন। অনূর্ধ্ব-সাত ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ নারী বিভাগে ওম এশ গোত্তুমুকালা জিতেছেন রুপা।