অন্য সব খেলা
এখন মাঠে
0

বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ফাইনালে পুরুষ এককে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার ৪-৬, ৬-১, ৬-২ গেমে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ দ্বৈতে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন জুটি গেমে পাশা'র হানিফ মুন্না ও মাহাদি হাসান আলভিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মহিলা এককে বিকেএসপির হালিমা জাহান ৬-২, ৬-১ গেমে বিকেএসপির সুবর্না খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মহিলা দ্বৈতে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার জুটি ৬-১, ৭-৫ গেমে বিকেএসপির সুবনী খাতুন ও জান্নাত ফেরদৌসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনূর্ধ্ব-১৮ এর বালক এককে বিকেএসপির কাব্য গায়েন ৭-৬, ৬-২ জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. সায়েমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা এককে বিকেএসপির হালিমা হাজান ৬-৩, ৬-৩ গেমে বিকেএসপির জান্নাতুন ফেরদৌস মিতুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অনূর্ধ্ব-১৪ বালক এককে বিকেএসপির কাব্য গায়েন ৭-৬, ৬-২ গেমে প্রো টেনিস অ্যাকাডেমির মো. আকাশ হেসেন কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বালিকা এককে মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার ৬-১, ৬-১ গেমে প্রো টেনিস অ্যাকাডেমির মাসতুরা আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতায় মোট আটটি ইভেন্ট জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, উত্তরা ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, নেত্রকোণা টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, ডাচ ক্লাব, বাগেরহাট টেনিস ক্লাব অংশগ্রহণ করে।

এছাড়া পুলিশ মেস অফিসার্স ক্লাব, আজিমপুর কমিউনিটি সেন্টার টেনিস ক্লাব, বোট ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, মুন্সীগঞ্জ টেনিস ক্লাব, গুলশান ক্লাব, কাস্টমস ক্লাব, প্রো টেনিস একাডেমি, ইমপ্যাক্ট টেনিস অ্যাকাডেমি, বাগেরহাট টেনিস ক্লাব মোট ৩০টি ক্লাব সংস্থা থেকে মোট ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতায় মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয় এবং বিজয়ী খেলোয়াড়দের সার্টিফিকেট দেয়া হয়।

এসএস