দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকে যেকোনো দেশ বা অ্যাথলেটদের জন্য সর্বোচ্চ অর্জন স্বর্ণ জয়। তবে কোনো কোনো দেশের জন্য ব্রোঞ্জ জয়ই হয়ে ওঠে অনন্য মাইলফলক। চলতি আসরে এমনই এক উচ্চতায় উঠেছে এশিয়ার দেশ কাজাখস্তান। শনিবার শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে জার্মানিকে হারিয়ে আসরের প্রথম পদক ব্রোঞ্জ পায় দেশটি।
মূলত উদ্বোধনের পরই শুরু হয় পদক জয়ের লড়াই। যেখানে এবার সবার আগে পদক নির্ধারিত হয় ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্ট। আর এই ইভেন্টের সবখানেই এশিয়ার দেশগুলোর জয়জয়কার। যেখানে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আসরের প্রথম স্বর্ণ জিতে নেয় চীন। এর আগেরবারও এই ইভেন্টে স্বর্ণ পায় অলিম্পিকের অন্যতম সফল দল দেশটি।
আসরের দ্বিতীয় দিনে পদকের দেখা পেয়েছে ভারত। ১০ মিটার নারী এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ভাকের ভানু। আর এই ইভেন্টের বাকি দুই পদক গেছে দক্ষিণ কোরিয়ার ঝুলিতে। ফাইনালে স্বদেশী কিম ইয়েজিরকে হারিয়েছেন ইয়ে জিন। যেখানে তার স্কোর ছিল ২৪৩.২। যেটি কিনা আবার অলিম্পিকের রেকর্ড।
অলিম্পিকে বরাবরই চীনাদের আধিপত্য। এবারও ছুটছে আগের গতিতেই। মেয়েদের পর ছেলেরাও ১০ মিটার পিস্তলেও স্বর্ণ জয় করেছে। ইতালিয়ান ফেদেরিকোকে হারিয়ে স্বর্ণ পদক পেয়েছেন চীনের শিয়ে ইউ। অবশ্য ব্রোঞ্জও জিতেছে ইতালি। আসরে এ পর্যন্ত ৪ পদক চীনের। তবে এরমধ্যে তিনটি সোনা।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট সাঁতার। এবার এই ইভেন্টে এগিয়ে অট্রেলিয়ানরা। মেয়েদের ৪শ' মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়ান আরিয়ার্না টিটমাস। ফাইনালে কানাডিয়ান ম্যাকিন্টোসকে হারিয়েছেন তিনি। আর ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের লেডেকির। এবারের আসরে এখন অবধি এটাই ছিল সবচেয়ে জমজমাট লড়াই। একই সাথে মেয়েদের দলগত ১শ মিটার সাঁতারেও স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। এই ইভেন্টে সিলভার যুক্তরাষ্ট্র আর ব্রোঞ্জ পেয়েছে চীন। আসরের দ্বিতীয় দিনে পদক জয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান।
অন্যদিকে ফ্রান্সে বৈরি আবহাওয়ার কারণে একাধিক ইভেন্টের সূচিতে আনা হয়েছে পরিবর্তন। এরমধ্যে ছেলেদের স্কেটবোর্ডিং সোমবার পর্যন্ত স্থগিত থাকবে।