আজ (শনিবার, ২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে দুই দেশই। এ অবস্থায় ঈদের জন্য প্রস্তুত হচ্ছেন দেশ দুটিতে থাকা মুসল্লিরা।
বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে ঈদ আনন্দ। ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অনেক দেশেও রোববার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে যৌথভাবে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়ে থাকে।